যশোরের শার্শায় ২০ বোতল বিদেশি মদসহ ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে শার্শা থানার পুলিশ সদস্যরা।
বৃহস্পতিবার (১ লা সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কামারবাড়ী মোড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন.. ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও এলাকার তপন দাসের ছেলে উত্তম দাস (২৮), উত্তম দাসের স্ত্রী পূজা শাওন (২৪) ও অসিম বিশ্বাসের স্ত্রী অর্চনা বিশ্বাস (৫১)।
এব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটককৃতরা ভারতীয় নাগরিক তারা বৈধ পাসপোর্টে ও ভিসায় বাংলাদেশে আসেন। এবং বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের দোকান থেকে ডিউটি ফ্রি মদগুলো কিনে ইজিবাইকে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিলেন এই তিন ভারতীয়। এমন একটি গোপন খবর পেয়ে পুলিশের একটি অভিযানিক দল শার্শার কামারবাড়ী মোড়ে অবস্থান নেয়৷ ওই সময় ইজিবাইকে থাকা তিন ভারতীয় নাগরিকের কাছ থেকে ২০ বোতল বিদেশি মদসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের নামে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।