খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ টাকা কেজি দরের চাল প্রদানের কার্ড নবায়ন ও ডাটাবেজ তৈরিতে উপকারভোগীদের দিতে হয় এক হাজার টাকা। সন্ধ্যাবেলা ডেকে নিয়ে রাত ৪ টা পর্যন্ত বসিয়ে রেখে করা হয় ডাটা ব্যাজ তৈরী। এমন ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নে। এই ইউনিয়নের ৬৪৪টি পরিবারকে ওএমএস এর তালিকার অন্তর্ভুক্ত করা হয়।
টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে ৭,৮ ও ৯ নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য হালিমা বেগমের বিরুদ্ধে। খাদ্যবান্ধব কর্মসূচি তালিকায় নিবন্ধনের জন্য উপকারভোগীদের কাছ থেকে কার্ড প্রতি এক হাজার টাকা করে নিয়েছেন তিনি। এ ছাড়া কার্ডের নাম পরিবর্তনের জন্য এই মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে ৫শত টাকা করে আদায়েরও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী ৭ নং ওয়ার্ডের উপকারভোগী আন্নাবেগম বলেন, হালিমা মেম্বার আমাদেরকে ন্যায্য মূল্যের চালের কার্ড করে দিবে বলে ১ হাজার করে টাকা নিয়েছে। ৮ নং ওয়ার্ডের উপকারভোগী শিল্পী বেগম জানান, আমাকে ন্যায্য মূল্যের চাল দেওয়ার কথা বলে হালিমা মেম্বার এক হাজার টাকা নিয়েছেন। পরবর্তীতে আমাদেরকে সন্ধ্যাবেলা পরিষদের ডেকে নিয়ে যায় কম্পিউটারে এন্ট্রি করার জন্য। আমাদেরকে সারারাত বসিয়ে রেখে ভোররাত ৪টায় এন্ট্রি কাজ শেষ করেন। আমরা প্রায় ৪শ মানুষ সারারাত ইউনিয়ন পরিষদে বসেছিলাম।
ইউপি সদস্য হালিমা বেগম বলেন, আমি কারো কাছ থেকে চেয়ে কোন টাকা নেই নাই। কম্পিউটারের কাজ করতে অনেক রাত হয়ে যাওয়ায় উপকারভোগীরাই আমাদেরকে কিছু টাকা দিয়েছিল, কিছু খাওয়ার জন্য।
রাজানগর ইউপি সচিব গোলাম ফারুক বলেন, সরকারিভাবে এ সকল উপকারভোগীদের কাছ থেকে কোন প্রকার টাকা নেওয়ার নিয়ম নেই। যদি কেউ ব্যক্তিগতভাবে তাদের থেকে অর্থ আদায় করে থাকে এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধŸতনদের জানানো হবে।
রাজানগর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, কারো কাছ থেকে তারা চেয়ে টাকা নেয়নি, এমনটাই শুনেছি। আমার নিকট কেউ কোন অভিযোগও করেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল আলম তানভীর বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি সরকারের একটি মহৎ উদ্যোগ, এ বিষয়ে তালিকা করতে গিয়ে যদি কোন ধরনের অনিয়ম বা প্রতারণার আশ্রয় কেউ নিয়ে থাকে তদন্ত করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।