পিরোজপুরের ভাণ্ডারিয়া বাসস্টান্ডে ইসলামি চক্ষু হাসপাতাল ও ভিশন সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কোন প্রকার বৈধতা না থাকায় বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত এ জরিমানা আদায় করেন। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানান, অদক্ষ লোক দ্বারা পরীক্ষা নিরীক্ষা করা, চিকিৎসা ক্ষেত্রে অনিয়ম ও কোন প্রকার বৈধ কাগজপত্র না থাকায় জরিমানা আদায়ের পাশাপাশি ওই হাসপাতালটিকে সীল করে দেয়া হয়েছে। এ দিকে পোনা সেতু সংলগ্ন বিশ্ব রোডে লাইফ কেয়ার হসপিটাল ও ডিজিটাল ডায়গনস্টিক ল্যাবকে একাধিক রোগীকে পরীক্ষা নিরীক্ষায় ভুল রিপোর্ট প্রদান এর অভিযোগে সতর্ক করে দেয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।