পিরোজপুরের ভাণ্ডারিয়ার ধাওয়া-নলকাটা দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এক মত বিনিময় সভা বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহম্মদ এহসাম হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো. মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ইউপি চেয়ারম্যান আলহাজ ছিদ্দিকুর রহমান টুলু, মাদ্রাসার সুপার আল বায়জিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লিয়াকত তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু প্রমূখ। বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষার ওপর অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। সে ক্ষেত্রে সাধারণ শিক্ষার পাশা পাশি জীবন মুখী শিক্ষা গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।