পঞ্চগড়ের বোদা পৌর বাজারে স্বল্পমূল্যে ওএমএস এর চাল ৩০ টাকা কেজি দরে বিক্রি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বোদা পৌর বাজারে ওএমএস চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, বোদা খাদ্য গুদামের ওসি এলএসডি আলিফ রেজা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমূখ। ক্রেতারা জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড সহ ৫ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকা। এই কার্যক্রম আগামী ০৩ মাস চলমান থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুত্রে জানা যায়।