পিরোজপুরের কাউখালীতে সাতক্ষীরা ঘোষ ডেয়েরী দোকানের মিষ্টি ও নিমকি খেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ হাসপাতালের ১০ জন চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী অসুস্থ হয়ে পড়েছে।
এ ব্যাপারে খাদ্য নিরাপত্তা আইনে ওই মিষ্টি সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে।
জানাযায়, গত ৩০আগস্ট মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি নিজস্ব মিটিংয়ে নান্তার জন্য কাউখালীর উত্তর বাজার সাতক্ষীরা ঘোষ ডেয়ারী দোকান থেকে মিষ্টি, নিমকির অর্ডার দেয়া হয়।
তাদের সরবরাহ মিষ্টি, নিমকি খেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক সহ ১০ জন অসুস্থ হয়ে পরলে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে কাউখালীর স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্যে পরিদর্শক ইলিয়াস হোসেন বিপ্লব গত বুধবার পিরোজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াাল ম্যাজিস্ট্রেট আদালতে নিরাপদ খাদ্যে আইনে সাতক্ষীরা ঘোষ ডেয়েরী প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।