নড়াইলের কালিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালিয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে বিকাল পাঁচটায় কঠোর পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার (৩১ আগষ্ট) কালিয়া পৌর কমিউনিটি সেন্টার চত্ত্বরে ওই শোক সমাবেশা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এফ এম সোহাগ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়া। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বল্পীল শিকদার (নীল), নড়াগাতী থানা ছাত্রলীগের সভাপতি মঞ্জুরুল চৌধুরী, সাধারণ সম্পাদক মো.নাসিম শেখ, কালিয়া পৌর ছাত্রলীগের সভাপতি এমএম তানরীরুল ইসলাম প্রমূখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহীদুল ইসলাম শাহী, কেন্দ্রিয় কার্য নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, নড়াগাতী থানা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বশীরসহ প্রমুখ নেতৃবৃন্দ।