চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খান উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন দপ্তরে অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করেছেন। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন, সহকারী কমিশনার ও জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামাল উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআও) হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা কাওসার আলি,উপহারভোগী পরিবার ময়না বেগমসহ অনেকে। জেলা প্রশাসক প্রথমে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গঙ্গলপুর আশ্রয় প্রকল্প এলাকায় উপহারভোগী ৫০টি পরিবার মধ্যে সবজি বীজ ও ফলের চারা বিতরণ করেন। পরে তিনি উপজেলা পরিষদ চত্বর পুকুরে পোনামাছ অবমুক্ত করেন। এরপর তিনি উপজেলা সভাকক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানগুলোর মধ্যে, উপজেলা পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের নিয়ে ডিম নথি বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী, পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্যের মধ্যে ঋণ বিতরণ ও যুব ঋণ বিতরণ, গ্রাম পুলিশদের মধ্যে পোশাক ও সরঞ্জাম বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।