যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়া বাজার দেশের বৃহত্তম সারের মোকাম হিসেবে পরিচিত। বর্তমান পরিস্থিতিতে এই সারের মোকামে কয়েক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওজনে কারচুপি করার অভিযোগ উঠেছে। কারচুপির অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা করা হয়েছে। বৃহত্তম এই সারের মোকাম কঠোর নজরদারির মধ্যে রাখতে কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও উপকরণ শাখা নওয়াপাড়ার বিভিন্ন সারের গুদাম ও ড্যাম্প পরিদর্শন করেছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সার ব্যবস্থাপনা ও উপকরণ শাখার অতিরিক্ত সচিব বলাই কৃষ্ণ হাজরা নওয়াপাড়া সারের মোকাম পরিদর্শন করেন। এ সময় তিনি সার আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া ট্রেডার্স, বাল্ক ইন্টারন্যাশনাল ও পোটন ট্রেডার্সের ঘাট ও সারের গুদাম পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সার ব্যবস্থাপনা ও উপকরণ শাখার অতিরিক্ত সচিব বলাই কৃষ্ণ হাজরা সাংবাদিকদের বলেন, ‘সারাদেশে যে সার রয়েছে সেই সার ব্যবস্থাপনার অংশ হিসেবে নওয়াপাড়ায় আসা এবং মনিটরিং করা। সরেজমিনে নওয়াপাড়ার তিনটি প্রতিষ্ঠানে যে সার মজুদ রয়েছে তার ওজন পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া ড্যাম্প করে রাখা সারের ওজনও পরীক্ষা করা হয়েছে। নোয়াপাড়া ট্রেডার্সের সার বিধিমোতাবেক পেয়েছি। বাল্ক ইন্টারন্যাশনালের টিএসপি (মরক্কো) ওজন সঠিক পেয়েছি। পরবর্তীতে নদীর পাড়ে ড্যাম্প করা পোটন ট্রেডার্সের বস্তায় কিছু পরিমান সার কম পেয়েছি। তাদেরকে সঠিক ওজনে বস্তা ভরার নির্দেশ দেওয়া হয়েছে। এই মনিটরিং চলমান থাকবে। সাথে সাথে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর বিএডিসি’র যুগ্ম পরিচালক (সার) মো. রোকনুজ্জামান, খুলনা বিএডিসি’র যুগ্ম পরিচালক (সার) মো. লিয়াকত আলী, যশোর জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, যশোরের অতিরিক্ত পরিচালক সৌমিত্র সরকার, উপপরিচালক মো. মঞ্জুরুল হক, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান প্রমুখ।