জ্বালানি তেল,পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, লোডশেডিং ও সকল পন্যের মূল্য বৃদ্ধি সহ ভোলায় ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবক দল নেতা নিহতের ঘটনায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখ মাটিয়া ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০আগষ্ট) বিকালে সেখ মাটিয়া ইউনিয়নের বাবুরহাট বাজার সংলগ্ন ইউনিয়ন বিএনপি’র অফিস কার্যালয়ের সামনে ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শেখ জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান, এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম লিটন, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মো. আবু হাসান খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফরাজী, সেখ মাটিয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম তৌহিদ, এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলার যুবদল সভাপতি মো, শাফিকুল ইসলাম শাফিক, জেলা যুবদলের সদস্য, এস এম মঞ্জু সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, এনামুল কবীর শিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বেলায়েত হোসেন মাঝি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, এস এম রিয়াজ উদ্দিন ফরাজী, উপজেলা শ্রমিক দলের যুগ্ন আহ্বায়ক মো. সুমন খান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. মাজেদুল কবির রাসেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম শামীম হাচান প্রমূখ। ওই সমাবেশে বক্তারা পেট্রোল, ডিজেল, পরিবহন ভাড়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যেমূল্যের বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, এ সময় সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।