ব্লুমিং রোজেস বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারে। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে নির্মিত ভবন প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন। এতে প্রশাসনের উর্ধ্বতনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ ১৮৮ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। তিনতলা ভিট বিশিষ্ট এক তলা এই ভবন নির্মাণে ব্যয় হয় প্রায় ২২ লাখ টাকা। জেলা পরিষদ তা বাস্তবায়ন করে।