চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাক বোঝাই করে অবৈধভাবে কাঠ পাচারের সময় ৩৬৯ ঘনফুট চিরাইকৃত গামারী,মেহগনি, ও আকাশমনী কাঠসহ ৫ ব্যাক্তিকে আটক করেছে স্থানীয় বন বিভাগ। সোমবার ভোরে র্যাব-৭ হাটহাজারী ক্যাম্প সিপিসি-২ এর সহযোগিতায় পৌরসদরস্হ মাটিয়া মসজিদ এলাকা থেকে এ কাঠগুলো জব্দ করা হয়।
আটককৃতরা হলেন-মোঃকবির উদ্দীন(৪০) মোঃজাফর(৩১),মোঃ আমির হোসেন (২৭),মোঃ লিয়াকত আলী সোহাগ,(২৭)মোঃজমির উদ্দীন (১৮) এরা সকলে ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ ক্যাম্পের সামনে থেকে, সিপিসি -২ হাটহাজারী ক্যাম্পের সহযোগিতায় গত রোববার দিবাগত রাতে ও সোমবার ভোরে ট্রাকে বোঝাই অবৈধভাবে পাচারের সময় চেরাইকৃত আকাশ মনি,গর্জন ও গামারী কাঠসহ ২টি ট্রাককে (চট্টঃ মেট্রো-ন-১১-৮২৪৯)(চট্টঃমেট্রোঃ-১১-৯০৫৩) আটক করা হয়।আটককৃত কাঠের পরিমান ৩৬৯ ঘনফুট।যার আনুমানিক মুল্য ৩লক্ষ টাকা
বন সংরক্ষণ আইনে এদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে। জব্দকৃত কাঠ বন বিভাগ উপজেলার ১১ মাইল এলাকায় কাম চেক স্টেশনে হস্তান্তর করা হয়।এ সময় বন বিভাগের অফিস সহকারী আশুতোষ দাশ, এফজি শাহ আলম তালুকদার, এফজি মেহেদী, এফজি মিলন কান্তি মন্ডল সহযোগিতা করেন।