রায়গঞ্জে ১৫ আগস্ট শোকদিবস স্মরণে ছাত্রলীগের আলোচনা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রায়গঞ্জ পৌরসভা ছাত্রলীগের সভাপতি জহুরুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিকাশ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদী আলমাজি জিন্নাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম চান, সাংগঠনিক সম্পাদক গোলাম হাসান সুমন সরকার, সদস্য রেজাউল করিম বাচ্চু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি দাস, ছাত্রলীগ নেতা রবিন সরকার, মোঃ নাসিম প্রমুখ। ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।