সম্প্রতি মাগুরায় বিএনপি’র মিছিল সমাবেশে নেতাকর্মীদের বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে মাগুরা জেলা আওয়ামী যুবলীগ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
সোমবার দুপুরে মাগুরা সেগুন বাগিচা এলাকা থেকে যুবলীগের আয়োজনে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্বদেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ফাত্তাহ ও সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু। মিছিলটি শহরের চেšরঙ্গী মোড় হয়ে কলেজ রোড প্রদক্ষিন শেষে ভায়না মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা যুবলীগের আহ্বায়ক মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ আহাদ, সাকিবুল হাসান তুহিন, জেলা আওয়ামী লীগ নেতা শাখারুল ইসলাম শাকিল, মোস্তাফিজুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, গত ২৭ তারিখে মাগুরা শহরের ভায়না এলাকায় বিএনপির মিছিল সমাবেশে জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে। অবিলন্বে ঐ সকল অবমাননাকারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।