নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শনিবার গভীর রাতে এক গৃহবধুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের জাফর আলী ব্যাপারী বাড়ির মোঃ হানিফের ছেলে শরিফুল ইসলামের স্ত্রী গৃহবধু রুনা আক্তার (২২)। রুনা আক্তার একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জলিল ড্রাইভারের বাড়ির আবদুল কাদেরের মেয়ে।
৪ বছর আগে রুনা আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে ৩ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। শরিফুলের সাথে বিয়ের পর থেকে রুনার ঝগড়া বিবাদ চলে আসছিল। এ পরিস্থিতিতে রোববার ভোরে গৃহবধু রুনার ঘরের সিলিং এর সাথে ওড়না দিয়ে গলা পেচানো মরদেহ দেখতে পায় ঘরের ও বাড়ির লোকজন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় স্বামী শরিফুলকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে রুনা আক্তারের মামা মোঃ সোহাগ জানান, আমার ভাগ্নীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকে তাকে মারধর করে আসছিল তার স্বামী শরিফুল। শনিবার রাতেও তাকে মারধর করেছে। তার শরীরে আঘাতের চিহৃ রয়েছে। তাকে হত্যার করে ঘরের সিলিং এর সাথে ওড়না পেচিয়ে আটকে রেখেছে। তার এক পা খাটের ওপরে আরেক পা মাটিতে। আমরা এ হত্যাকান্ডের বিচার চাই।
অভিযোগ অস্বীকার করে, শরীফুলের পিতা মোঃ হানিফ জানান, রুনাকে হত্যা করলে আমরা পালিয়ে যেতাম। আমরা বাড়িতে অবস্থান করেছি। রুনা একজন প্রতিবন্ধি। মাঝে মধ্যে স্বামীর সাথে তার কথা কাটাকাটি হতো। আমরা এটা মিমাংসা করে দিতাম।
অপরদিকে বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের করালিয়ার এমতাজ মিয়ার বাড়ীর লুবনা আক্তার পপি নামের এক দশম শ্রেণীর ছাত্রী আত্মহত্যা করেছে। রোববার ভোরে তার নিজ বাড়ির ঘরের ভিতরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। সে বসুরহাট পৌরসভার প্রি- ক্রিসেন্ট স্কুল এ- কলেজের দশম শ্রেণীর ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, লুবনার মা ফেরদৌস আরা বসত ঘরে পপির মরদেহ দেখতে পেয়ে প্রচার করে যে, তাকে জি¦নে মেরে ফেলেছে। পরবর্তীতে খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে পপির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহের গলায় রশির দাগ দেখতে পেয়ে পুলিশ ধারনা করছে গলায় ফাঁস দিয়ে পপি আত্মহত্যা করেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ সাদেকুর রহমান জানান, দুটি মৃত্যুর রহস্য উদঘাটনের তদন্ত চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল রহস্য উদঘাটন হবে।ভাসান চর থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গা
কোম্পানীগঞ্জে আটক
এফএনএস (নাজিম উদ্দিন খোকন; কোম্পানীগঞ্জ, নোয়াখালী) :
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর এলাকার আশ্রয়ণ প্রকল্প থেকে পালিয়ে কক্সবাজার যাওয়ার সময় কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘাট এলাকা থেকে ১৮জন রোহিঙ্গাকে আটক করে স্থানীয় জনগণ। আটককৃতদের মধ্যে ৩জন পুরুষ, ৩জন নারী ও ১২জন শিশু রয়েছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টায় চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লেংটা ঘাট সংলগ্ন এলাকা বেড়ীবাঁধ থেকে তাদেরকে আটক করা হয়। পরে জনতা কোম্পানীগঞ্জ থানায় খরর দিলে রোববার সকালে কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাদেরকে আটক করে নিয়ে আসে। আটককৃতদের পুনরায় ভাসনচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্পে পাঠিয়ে দেয় কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন- ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮৫ নম্বর ক্লাস্টারের আবু তৈয়ব (৩৮), জাহিদ হোসেন (২২), আজিজ খান (২), সামসিদা বেগম (৩২), রেরওয়ান (১৫), তাসমিন আরা (১৩), ইয়াছমিন আরা (১২), মোঃ আনাস (০৮), জেসমিন আরা (৭), মোঃ ইয়াছের (৫), মোঃ কাওছার (২), শাহানারা বেগম (২৭), সুফিয়া (১২), সুমাইয়া (১০), সাবনুর (৭), ইয়াছমিন (৫), আজিজা বেগম (১৮), এবাদ উল্যাহ (৩০)।
একালাবাসী জানান, শনিবার রাতে চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ঘাট সংলগ্ন আলমগীরের দোকানে সামনে শিশুসহ ১৮জন রোহিঙ্গা একসাথে ঘোরাফেরা করছিল। পরে সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছে বলে স্বীকার করে। পরে উপস্থিত লোকজন চরএলাহী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে গেলে স্থানীয় চেয়ারম্যান থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ রোববার সকালে তাদেরকে থানায় নিয়ে আসে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ সাদেকুর রহমান বলেন, ভাসানচর থেকে দালালের মাধ্যমে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে এসেছিল। দালালরা তাদের কক্সবাজার বলে চরএলাহী নামিয়ে দিয়ে চলে যায়। রোববার সকালে তাদেরকে পুনরায় ভাসানচরে পাঠিয়ে দেওয়া হয়েছে।