নোয়াখালীর হাতিয়ার ভাসানচর এলাকার আশ্রয়ণ প্রকল্প থেকে পালিয়ে কক্সবাজার যাওয়ার সময় কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘাট এলাকা থেকে ১৮জন রোহিঙ্গাকে আটক করে স্থানীয় জনগণ। আটককৃতদের মধ্যে ৩জন পুরুষ, ৩জন নারী ও ১২জন শিশু রয়েছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টায় চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লেংটা ঘাট সংলগ্ন এলাকা বেড়ীবাঁধ থেকে তাদেরকে আটক করা হয়। পরে জনতা কোম্পানীগঞ্জ থানায় খরর দিলে রোববার সকালে কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাদেরকে আটক করে নিয়ে আসে। আটককৃতদের পুনরায় ভাসনচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্পে পাঠিয়ে দেয় কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন- ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮৫ নম্বর ক্লাস্টারের আবু তৈয়ব (৩৮), জাহিদ হোসেন (২২), আজিজ খান (২), সামসিদা বেগম (৩২), রেরওয়ান (১৫), তাসমিন আরা (১৩), ইয়াছমিন আরা (১২), মোঃ আনাস (০৮), জেসমিন আরা (৭), মোঃ ইয়াছের (৫), মোঃ কাওছার (২), শাহানারা বেগম (২৭), সুফিয়া (১২), সুমাইয়া (১০), সাবনুর (৭), ইয়াছমিন (৫), আজিজা বেগম (১৮), এবাদ উল্যাহ (৩০)।
একালাবাসী জানান, শনিবার রাতে চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ঘাট সংলগ্ন আলমগীরের দোকানে সামনে শিশুসহ ১৮জন রোহিঙ্গা একসাথে ঘোরাফেরা করছিল। পরে সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছে বলে স্বীকার করে। পরে উপস্থিত লোকজন চরএলাহী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে গেলে স্থানীয় চেয়ারম্যান থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ রোববার সকালে তাদেরকে থানায় নিয়ে আসে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ সাদেকুর রহমান বলেন, ভাসানচর থেকে দালালের মাধ্যমে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে এসেছিল। দালালরা তাদের কক্সবাজার বলে চরএলাহী নামিয়ে দিয়ে চলে যায়। রোববার সকালে তাদেরকে পুনরায় ভাসানচরে পাঠিয়ে দেওয়া হয়েছে।