গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের হুকুমে ভাগিনার মারপিটে রক্তাক্ত ও গুরুতর আহত হয়েছেন পরিষদের সদস্য সোহরাব হোসেন। ২৮ আগস্ট, রোববার সকালে রায়েদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য সোহরাব হামলার শিকার হন।
জানাযায়, উপজেলার রায়েদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল হাকিম মোল্লা হিরণ ভাতা-ভোগীদের কার্ডের বিষয়ে সোহরাব মেম্বারের সাথে বাকবিতন্ডা হয়। পরে সোহরাব মেম্বার পাশের একটি বাজারে চলে যান। কিছুক্ষণ পর চেয়ারম্যানের ফোন পেয়ে ভাগিনা রায়েদ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আফাজ বিন রাহাত তার ১০/১২ জন সাঙ্গপাঙ্গ নিয়ে পরিষদে আসে। চেয়ারম্যান হিরণের কথায় ছাত্রলীগ সভাপতি রাহাত সোহরাব মেম্বারকে ডেকে নিয়ে এলোপাথাড়ি মারপিট ও ছুরি দিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে বলে অভিযোগ উঠে।
স্থানীয়রা সোহরাব মেম্বারকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে সোহরাব জানান, আমাকে হিরণ চেয়ারম্যানের ক্যাডার বাহিনী তার ভাগিনা রাহাতের নেতৃত্বে ১০/১২ জনে মারপিট ও ছুরি দিয়ে পিঠে আঘাত করে। আমার অপরাধ আমি ১০ টাকা কেজি চাউলের তালিকায় অনিয়মের প্রতিবাদ করেছি।
এবিষয়ে জানতে চেয়ারম্যান হিরণ মোল্লার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরিষদে গিয়েও তাকে পাওয়া যায়নি।
কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) আমিনুল ইসলাম মোরাদ বলেন, এ ব্যাপারে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।