চট্টগ্রামের চন্দনাইশে এবার পেঁপের ফলন ভাল হয়েছে। প্রাকৃতিক আবহাওয়া টিক থাকলে লাভবান হবেন বাগান মালিকরা। উপজেলার কাঞ্চনাবাদ,হাশিমপুর ও দোহাজারী এলাকায় উচ্চু জমিতে প্রচুর পেঁপে বাগান করা হয়েছে। পেঁপে একটি সু-স্বাদু মিষ্টি ফল ছাড়া ও সবজি হিসাবে ব্যবহার হয়ে থাকে বলে গ্রাম-গঞ্জে যথেষ্ট চাহিদা রয়েছে। কম খরচ আর স্বল্প শ্রমে অধিক লাভ হওয়ায় উপজেলায় অনেক ছোট বড় পেঁপে বাগান করা হয়েছে। কেউ কেউ পেঁপের চাষাবাদকে বাণিজ্যিক হিসাবে নিয়েছেন। বাজারে ভাল দাম থাকায় বাগান মালিকের মুখে হাসি ফুটে উঠেছে। উপজেলার উত্তর হাশিমপুর গোদার কুল খরল্ল্যা মুড়া এলাকার বাসিন্দা পেঁপে বাগান মালিক জাকের আহমদ জানান,প্রতিবছরের ন্যায় এবারও তিনি ১২শতক জমিতে পেঁপের বাগান করেছেন। এতে তার ব্যয় হয়েছে প্রায় ৪৫ হাজার টাকা। সবকিছু টিক থাকলে পরিবারের চাহিদা মিটিয়ে দেড় থেকে দুই লাখ টাকার পেঁপে বিক্রি করতে পারবেন বলে আশা পোষণ করেন। চন্দনাইশ্ উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতিরানী সরকার বলেন এখানকার পাহাড়ি ঢালুতে মাটির উর্বরতা শক্তির কারণে পেঁপে ছাড়া ও যে কোন কিছুর ফলন ভাল হয়ে থাকে। তিনি কৃষকরা যাতে লাভবান হন সেইভাবে মাঠ পর্যায়ে উন্নত ফলনে কৃষকদের পরামর্শ দেওয়া হয়ে থাকে বলে জানান।