বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০ আইন সংশোধন, ডিপ্লোমা-ইন-ইঞ্ছিনিয়ারিং শিক্ষা কোর্স ৪ বছর বহাল রাখাসহ চার দফা দাবিতে মাগুরা ইন্সিটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্ছিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্প্রতিবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাগুরা জেলা আইডিইবি’র সভাপতি প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। এ সময় সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম এবং সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোঃ মাহাবুবুর রহমান টিটো সাংবাদিকদের সামনে চার দফা দাবি তুলে ধরেণ এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
দাবির মধ্যে আরো রয়েছে, ডিপ্লোমা-ইন-ইঞ্ছিনিয়ারিং পদন্নতির কোটা ৫০% উন্নীত করণ এবং কারিগরি ও বেসরকারী এসএসসি ভোকেশনাল শিক্ষাঙ্গনে শিক্ষক, ক্লাস, ল্যাবসহ প্রয়োজনিয় সংকট নিরশন করণ। দাবি আদায়ের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মাগুরা পলিটেকনিক ইন্সিটিটিউটের ছাত্ররা প্রতিদিন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল পালন করবে আগামী ৪ঠা সেপ্টেম্বর পর্যন্ত।