ভোলার দৌলতখানে পল্লী দারিদ্র্য বিমোচন অফিসে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোর অফিসের ভিতরে প্রবেশ করে অফিসে সংরক্ষীত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। জানা যায়, মোঙ্গলবার রাতে উপজেলা প্রশাসন কমপ্লেক্সের পল্লী দারিদ্র্য অফিসের তালা ভেঙ্গে চোরদল অফিসে প্রবেশ করে। সরেজমিন গিয়ে দেখা যায়, চোর অফিসের চারটি আলমিরার লক ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে ফাইলপত্র এলোমেলো রেখে গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায়।
অফিসে সংরক্ষিত লেপটপ কম্পিউটার সহ গুরুত্বপূর্ণ আরও অনেক জিনিসপত্র থাকলেও কোন কিছুই নেয়নি চোরচক্র।
এব্যাপারে অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, গুরুত্বপূর্ণ ফাইল পত্র হাতিয়ে নেয়াই চোরচক্রের মূল উদ্দেশ্যে ছিল বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। সন্দেহের তীর অনিয়ম ও অর্থ আত্মসাতের দায়ে চাকুরী চ্যুত অফিসের সাবেক কর্মকর্তা মোঃ সেলিম ও অফিস স্টাফ আলী আজম জুয়েলের দিকে। এ ঘটনায় দৌলতখান থানায় মামলার প্রক্রিয়া চলছে। এস আই বেলায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রশাসন কপ্লেক্সের মত সংরক্ষিত এলাকায় দুর্র্ধষ এচুরির ঘটনায় এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
এব্যাপারে চাকুরীচ্যুত কর্মকর্তা মোঃ সেলিম ও অফিস স্টাফ জুয়েলের বাড়িতে গেলে তাদের পাওয়া যানি।