চট্টগ্রামর হাটহাজারীর প্রাচীনতম শ্রী শ্রী ভগবান গোস্বামীর আশ্রমে দুর্র্ধষ চুরি সংগঠিত হয়েছে। মন্দিরের সেবায়েতের বসত ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে দিয়ে এই চুরির সংগঠিত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পূর্ব ধলই ৫ নং ওয়ার্ডের নাথপাড়ায় প্রতিষ্ঠিত এ মন্দিরে এ চুরির ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে থানা পুলিশ বুধবার দুই দফা ঘটনাস্থলে পরিদর্শন করে চুরির ঘটনা নিশ্চিত হয়েছে। মন্দির চুরির ঘটনায় থানার মামলার প্রক্রিয়া চলছে।
জানা যায় ওই এলাকায় ১০৫ বছর পূর্বে স্হানীয়দের পূজা অর্চনার জন্য শ্রী শ্রী ভগবান গোস্বামীর আশ্রম নামে মন্দিরটি প্রতিষ্ঠা করেন ধর্মপ্রান লোকজন। গত মঙ্গলবার দিবাগত রাতে প্রতিদিনের মত মন্দিরে নিয়োজিত সেবায়ত গেইটে তালা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। রাতের কোন একসময় চোর সেবয়েতের ঘরের বাহির থেকে বন্ধ করে দিয়ে বিগ্রহ রাখা মন্দিরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ভক্তদের মানতি প্রদত্ত প্রায় ১০ ভরি ওজনের বিগ্রহের পরিধানে থাকা স্বর্ণালংকারসহ প্রায় ২২ টি পিতলের মূল্য মূর্তি/ বিগ্রহ চৃরি করে নিয়ে যায়। মন্দির থেকে চুরি যাওয়া মালামালের মূল্য ১৫ লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। সকালে মন্দির খুলতে গেলে চুরির ঘটনা নিশ্চিত হয়। পরে মন্দির পরিচালনা কমিটির সদস্য লিটন কান্তি দেবনাথ নামে এক ব্যাক্তি ৯৯৯ নম্বর ফোন করলে সকালে এক দফা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে দুপুরে আরেক দফা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় মন্দির কমিটির পক্ষ মামলা করা হবে মন্দির কমিটির এই সদস্য গনমাধ্যমকে জানান। মন্দির কমিটির সদস্য লিটন কান্তি দেব নাথ মন্দির চুরির ঘটনা নিশ্চিত করে বলেন, ২২ টি পিতলে মূর্তি/বিগ্রহের গলায় ভক্তদের দেওয়া মনতি প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও একটি স্বর্নের গোপাল চোর চুরি করে নিয়ে গেছে বলে তিনি জানান। তিনি প্রাচীন এই মন্দির চুরির বিষয়ে আক্ষেপ করেন। কারণ এই প্রাচীন মন্দিরে আর কোন সময় এইরকম ঘটনা ঘটেনি বলে ও উল্লেখ করেন।