বুধবার গলাচিপার উলানিয়া সড়কের ডাক্তার বাড়ি নামক স্থানে টমটম (শ্যালোইঞ্জিন চালিত গাড়ি) উল্টে ঘটনাস্থলে চালক কিরন(১৭)এর মৃত্যু হয়।
গলাচিপা শহররের শ্যামলী বাগ এলাকার মো. সেলিম মিয়ার ছেলে কিরণ উপজেলার উলানিয়া বাজার থেকে গলাচিপার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় গলাচিপা-উলানিয়া সড়কের কাছারিকান্দার ডাক্তারবাড়ি নামক স্থানে রাস্তার মোড় ঘোরার সময় নিজের টমটম উল্টে মাথা চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আতিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। কিরণ তার নিজের চালানো টমটম উল্টে মাথা চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।