বুধবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ ৫বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে দুই কিশোরকে আটক করেছে। আটককৃতরা হলো উপজেলার ঘোড়াপা গ্রামের আবদুল গাফ্ফারের ছেলে রবিউল ইসলাম (১৬) ও তার সহযোগি টিটু মিয়ার ছেলে আরিফুল ইসলাম (১৪)।
পুলিশ জানায়, ২০ আগস্ট শনিবার ১১দিকে উপজেলার ঘোড়াপা গ্রামের ৫ বছরের এক শিশু কন্যা পার্শ্বের দোকানে খাবার কিনতে যায়। রবিউল শিশুটি ফুঁসলিয়ে দোকানের পিছনে বাড়ীর ভিতরে নিয়ে মুখে গামছা পেচিঁয়ে ধর্ষণ করে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, এ ঘটনায় পুলিশ তাদের বাড়ি থেকেই আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করলে ঘটনা স্বীকার করায় তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।