দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তৈল গ্যাস বিদ্যুৎতের সীমাহীন দুর্ণীতি, ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদল সভাপতি নূর আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আঃ রহিমের হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে চরফ্যাসন উপজেলা বি এন পি এক প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএন পির সিঃ সহ সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বি এনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোঃ নাজিম উদ্দিন আলম। তিনি বলেছেন, বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান তার নেতৃত্বে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ জিয়ার বাংলাদেশ গড়ে তুলতে হবে। স্বনির্ভর বাংলাদেশ এখন পরনির্ভরশীল। বাংলাদেশ এখন রিজার্ভ শূন্য। এর কারণ শেখ হাসিনা সরকারের সীমাহিন দুর্ণিতি। এই সরকারের সীমাহিন দুর্নিতির কারণে তৈল গ্যস সহ দ্রব্য মুল্যের উর্দ্বগতিতে জাঁতি আজ দিশেহারা। আমরা এই মাফিয়া সরকরকে আন্দোলনের মাধ্যমে উৎখাত করে খালেদা জিয়াকে মুক্ত করব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে নিয়ে আসব। সভায় আরো বক্তিতা করেন, হারুন অর রশিদ টুমেন সাধারণ সম্পাদক ভোলা জেলা বিএন পি, এনামুল হক সাংগঠনিক সম্পাদক ভোলা জেলা বিএন পি, মোতাহার হোসেন আলমগীর মালতিয়া সাধারন সম্পাদক চরফ্যাসন উপজেলা বিএন পি, খায়রুল ইসলাম সোহেল সাধারন সম্পাদক চরফাসন পৌরসভা বিএন পি, জাকির হোসেন বাবলু সহ-সভাপতি চরফ্যাসন উপজেলা বিএন পি ও আশ্রাফুর রহমান দীপু ফরাজী সভাপতি চরফ্যাশন উপজেলা যুবদল প্রমুখ। প্রোগ্রামে নেতাকর্মীদের উপস্থিতিতি বাধা ও হামলার করে সরকার দলীয় ক্যাডার।