প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশসানের আয়োজনে উপজেলা হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক।
সভায় প্রধান অতিথি বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার মূল কারিগর হলো শিক্ষক। শিক্ষকদের মানবিক হয়ে কাজ করতে হবে। শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা থাকবে।
মতবিনিময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল মোমিনীন, রুকশানা বারি রুকু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ক খ ম মো: আলাওল হাদি, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা শহিদুল বারি খান ও মরিয়ম নেছা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। উপজেলার শিক্ষাকে মানসম্মত ও যুগোপযোগী করা যায় বক্তারা সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। মতবিনিমিয় সভায় উপজেলার ১০ ইউনিয়ন ও এক পৌর সভার সকল প্রাথমিকের প্রধান শিক্ষকগন এতে অংশ নেয়।