'মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম বলেছেন, ইতিহাসের ভয়াবহ নৃষংসতা, জঘন্যতম, ১৫ ও ১৭ এবং ২১ আগস্ট অমানুষিক এবং বর্বরোচিত ঘটনা যারা ঘটিয়েছিল ইতিহাস কিন্তু তাদেরকে ক্ষমা করে নাই। মন্ত্রী আরো বলেন, এ চক্র এখনো ক্ষান্ত হয়নি তারা আবার মাথা ছাড়াদিয়ে উঠতে পারে। তাই সাংগঠনিকভাবে প্রাণের ও মনের টানে দলের প্রতি ভালবসা থাকতে হবে। আমরা দলের সবাই কর্মী আমাদের নেতা একজনই সেটা শ.ম রেজাউল করিম নয়, এ কে এম এ আউয়াল নয়, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। আর আমাদের আদর্শ হচ্ছে বঙ্গবন্ধুর আর্দশ।
মন্ত্রী গতকাল বিকেলে পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে স্বরুপকাঠি কলেজিয়েট একাডিমী সভাকক্ষে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ১৭ আগস্ট সিরিজ বোমা এবং ২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এর আগে নিহতদের স্মরনে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেনর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র জিএম কবির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম মুহিদ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে নিহতদের স্মরনে দোয়া ও মিলাদ মাহফিলের মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।