জ্বালানী তেল, পরিবহণ ভাড়াসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় ছাত্রনেতা নূর আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আবদুর রহিম হত্যার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সোমবার সকালে পিরোজপুরের কাউখালী শহরের উত্তর বাজার দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে দলীয় কার্যালয় থেকে বিএনপির বিক্ষোভ মিছিল বের হয়ে উত্তর বাজার ব্রীজের সামনে আসলে এ সময় পুলিশ বাঁধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি এস.এম আহসান কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক উপাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক কমিশনার মোঃ সরোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ, যুগ্ম সাধারন সম্পাদক মনিরুজ্জামান মিঞা, বদরুদ্দোজা মিয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান নিক্সন প্রমূখ। সমাবেশে উপজেলার সকল ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনে বিপুল সংখ্যক নেতা-কমীরা অংশগ্রহণ করেন।