পিরোজপুরের স্বরুপকাঠির মিয়ারহাট বন্দর ও সোহাগদলের মোল্লাবাড়ি এ পৃথক দুটি স্থানে আগ্নিকান্ডে ৫টি গুদামঘর ও ৩টি বসত বাড়ি সম্পর্ণ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। বরিবার সন্ধ্যা সাড়ে ৬টা মিয়ারহাট ও রাত সাড়ে ৭টায় একই উপজেলার সোহাগদলের মোল্লাবাড়ি এক ঘন্টা ব্যবধানে এ দু‘টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে রাত সাড়ে ১০টা আগুন আগুন নিয়ন্ত্রণে সক্ষম স্থানী বাবসায়ী ফায়ার সার্ভিস। নেছারাবাদের ফায়ার সার্ভিসের দু‘ইটি ইউনিট থানা প্রসশন ও স্থানীয় ব্যাবসায়ী, জনগণ প্রায় ২ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় ইব্রাহিমের জাল, কটসুতার ৩টি গুদাম, কাজী শাহাদাতের ষ্টেশনারী ১টি ও ফারুক মিয়ার ১টি ফিল্টনেট ও কাপড়ের গুদাম এ ৫টি গুদামঘর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়। গুদামঘর সংলগ্ন তিনতলা ভবনের নিচলার ভবনের ফার্নিচারও আগুনে ভস্মিভূত হয়। তবে ৫টি গুদামঘর সম্পুর্ণ ভস্মীভূত হওয়া প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে ব্যাবসায়ীরা। আগুন নিয়ন্ত্রণ আনতে গিয়ে এশিয়ান টিভির সাংবাদিক গোলাম মোস্তফা, ফায়ার সার্ভিসের একজন সদস্যহস ৭ জন আহত হয়। প্রশাসন ও স্থানীয়রা জানান, ইব্রাহিমের গুদামঘর থেকে বিদ্যুৎ সট সার্কিট এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে। এর কিছু সময়ের পরই অর্থাৎ বন্দরের আগুন নিয়ন্ত্রণে আসার সাথে সাথে একই ফায়ার সার্ভিস ইউনিট খবর পায়ন সোহাগদলের মোল্লাবাড়ির অগ্নিকাণ্ডের কথা। সেখান বসতবাড়ির ভয়াভহ অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে গেলেও বাকি ৫টি ঘর রক্ষকরতে সক্ষম হয় ফায়ার সার্ভিস, থানা প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা। নেছারাবাদ ফায়ার সার্ভিসের সহকারি অফিসার বিয়াজ হোসেন বলেন, বন্দরের আগুন লাগার কারণে বিদ্যুৎ ছিল না সেকারণে বিদ্যুৎ সট সার্কিট হওয়ার কোনো সুযোগ নেই, প্রথমিকভাবে ধারণা করা হয়েছে, মহাসিনের ঘরের গ্যাস সিলিন্ডার থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে বন্দরের আগুন লাগার ব্যপারে নেছারাবাদ ফায়ার সার্ভিস আইচার্জ ছালাম সাহেব বলেছেন, কিভাবে আগুন লেগেছে তা তদন্তের ব্যপার অন্যাদিকে প্রশাসন বলছেন যেহেতু বিদ্যুৎ ছিল সেক্ষেত্রে বিদ্যুৎ শটসার্কিট আগুনের সূত্র হতে পারে।