পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান। শনিবার (২০আগস্ট) নাজিরপুর উপজেলা বিএনপি কার্যালয়ে চলমান আন্দোলন সংগ্রাম এর বিষয়কে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম লিটনের সঞ্চালনায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ সময় মাটিভাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর আলী শেখ এর হাত ধরে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা মো. শহিদুল ইসলাম শেখ (লিটু) সভার মধ্যে দাঁড়িয়ে উপজেলা বিএনপি’র সভাপতির হাত থেকে ধানেরশীষ এর তোড়া নিয়ে বিএনপিতে যোগদান করেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আয়কর আইনজীবী অ্যাডভোকেট মো. মিজানুর রহমান দুলাল, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান খান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফরাজী, মাটিভাংগা ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার হাবিবুর রহমান, কলারদোয়ানিয়া ইউনিয়ন সভাপতি মাষ্টার আবদুল হালিম, শ্রীরামকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা, শেখমাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, তৌহিদুল ইসলাম, শাঁখারীকাঠী ইউনিয়ন সভাপতি, জাকির খান, সাধারণ সম্পাদক সাইফুল ইলাম লিটন, উপজেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম শাফিক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামূল করিম সিপন ও সদস্য সচিব মো. রিয়াজ উদ্দিন ফরাজী, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. আরিফুল ইসলাম মিণ্টন, সাবেক ছাত্রনেতা রাসেল শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম হাসান, সদস্য সচিব তারেক আব্দুল্লাহ্ সহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি তার বক্তৃতায় বলেন, আগামী আন্দোলন সংগ্রামে স্বতস্ফুর্তভাবে আপনারা যে যেখানে আছেন, সেখান থেকে পিছনের ভেদাভেদ ভুলে গিয়ে কেন্দ্রীয় কমিটির ঘোষিত সকল কার্যক্রম বাস্তবায়ন করবেন। মামলা হামলা হলে কারো ভয় নেই, আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগীতা করব এবং আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ।