কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিংগারডাবড়ীহাট স্কুল এ- কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অধ্যক্ষ আশরাফ উদ্দিন মন্ডল স্মরণে শনিবার(২০আগষ্ট) সকাল ১১টায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ আবদুল ওয়াহেদ মাষ্টার, এস.এম মুজিবুর রহমান, মরহুম শিক্ষকের শ্যালক প্রভাষক গোলাম কিবরিয়া। সাবেক শিক্ষক শ্রী জিতেন্দ্র নাথ রায়, আবদুল কাদের সরকার, রবীনন্দন রায়। প্রক্তন ছাত্রের মধ্যে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত ব্যাংকার আহাম্মদ আলী, আবদুল মতিন, শিক্ষক জাহেরুল হক, সবেক চেয়ারম্যান রবীন্দ্র নাথ কর্মকার, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর চক্ষ্মু বিভাগের অধ্যাপক ডাঃ রিপন কুমার সরকার, প্রেসক্লাব রাজারহাট সভাপতি সেকেন্দার আলী বাবলু, কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী, রুপালী ব্যাংক কর্মকর্তা মোঃ সাজু সরকার, সেনা সদস্য আশরাফুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রাক্তন ছাত্র জনতা ব্যাংক লিঃ এর ব্যবস্থাপক মিজানুর রহমান। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পার্শ্ববতী প্রতিষ্ঠানের প্রধানগণ সহ শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ওই প্রধান শিক্ষক ১৯৭৩ সালের ৩ ফেব্রুয়ারি সিংগারডাবড়ীহাট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০০৬ সালের ৫ জুলাই অবসর গ্রহন করেন। গত ১৭ আগস্ট বার্ধক্য জনিত কারণে অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাত ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।