চট্টগ্রামের হাটহাজারীর এ.কেসিদ্দিকী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে হৃদয়ে বঙ্গবন্ধু জ্ঞান বিকাশে পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম শিক্ষার্থীদের জ্ঞান চর্চার সুবিধার্থে এই এই পাঠাগারের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম রাশেদ , শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক, বিদ্যালয়ের প্রধান সেলিম উদ্দিন, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্হানীয় গন্যমান্যব্যক্তিবর্গ।