আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে দিনাজপুরের হিলিতে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
হাকিমপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে হাকিমপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আকরাম হোসেন মন্ডল।
এসময় অন্যান্যের বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী,মহিলা ভাইরাস চেয়ারম্যান পারুল নাহার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, মহিলা দলের আক্তারা বানু, ফেরোজা বেগম ,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মানুম, সদস্য সচিব আবদুর রাজ্জাক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, যুবদলের আহ্বায়ক সাহ আলমসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে স্বেচ্ছাসেবক দলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।