বণাঢ্য র্যার্লী ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উযযাপন করা হয়।
শুক্রবার (১৯আগস্ট) বিকাল সাড়ে ৪টায় লালমনিরহাট জেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলসহ একটি র্যালী বের হয়ে জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু ইয়াহিয়া মোঃ ইউনুছের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মমিনুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন প্রমুখ।
এ সময় লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দল, জিয়া পরিষদসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।