বিএনপি’র অন্যতম অংঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে মাগুরা জেলা শাখার আয়োজনে র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় মাগুরা শহরের ইসলামপুর পাড়াস্থ বিএনপির অফিস চত্বরে আয়োজিত প্রতিষ্টা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম জাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সদর থানা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আবদুর রহিমসহ স্বেচ্ছাসেবক দলের প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দ।
বক্তারা, জ¦ালানী তেলসহ নিত্যপন্যের দাম বৃদ্ধির কথা উল্লেখ করে সরকারের কঠোর সমালোচনা করেন। ব্যর্থতার দায় নিয়ে অবিলন্বে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের মাধ্যমে নির্বাচন দাবি করেন।
আলোচনা সভার আগে স্বেচ্ছাসেবক দলের সদর থানা ও পৌর শাখাসহ বিভিন্ন ইউনিট পৃথক পৃথক র্যালী নিয়ে সমাবেত হয়।