ভোলার দৌলতখানের মেঘনার গভীর চ্যানেল থেকে পাঁচ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড। ঢাকাণ্ডচট্রগ্রাম রুটে মেঘনার গভীর চ্যানেলে মালবাহী জাহাজ থেকে জ্বালানিতেল ডিজেল, পেট্রোল চোরাকারবারিরা পাচার করার সময় কোস্টগার্ড হাতে-নাতে তাদের আটক করে। এ সময় চোরকারবারীদের পাচারকাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত একটি ট্রলার জব্দকরা হয়। আটক ব্যক্তিরা হলেন, হাজীপুর ইউনিয়নের আবু সাইদের ছেলে রুবেল (৩৫), চরপাতা ইউনিয়নের বক্কর-এর ছেলে ইসমাইল (৪০), চরখলিফা ইউনিয়নের মোতালেব আলীর ছেলে নুরউদ্দিন (৩৭) পৌরসভার ২ নংওয়ার্ডের মৃত বজলুর রহমানের ছেলে গজনবী (৬০) ও চরখলিফা ইউনিয়নের শহীদ ব্যাপারীর ছেলে সিরাজ (৩৬)। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে: কে এম শাফিউল কিঞ্জন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার সন্ধায় দৌলতখানের মেঘনা নদীতে কোস্টগার্ড সদস্যদের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। এ সময় পাঁচ চোরাকারবারী এম ভি হাজী রূপসাহেরা-২ নামের একটি কার্গো জাহাজ থেকে চলন্ত অবস্থায় জ্বালানি তেল অবৈধভাবে পাইপ দিয়ে ড্রাম ভরছিল। এ সময় ৩০০ লিটার জ্বালানি তেলও চোরকারবারীদের পাচার কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত একটি ট্রলারসহ তাদের হাতেনাতে আটক করা হয়। পরে এম ভি হাজী রূপসাহেরা-২ এর মাস্টার বাবুল সিকদারের মুচলেকা নিয়ে তেলবাহী কার্গো জাহাজটি ছেড়ে দেয়া হয়। ঘটনাস্থল ভোলা সদরের কাছাকাছি হওয়ায় আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল ভোলা সদর থানায় হেফাজতে রাখা হয়েছে।