ফুলবাড়িয়া উপজেলার নয়নবাড়ি গ্রামে চাচির হাতে ভাতিজা শিশু নাফিজ (৬) খুন হয়েছে। আরেক শিশু জিহাদ (১১) গুরুতর আহতবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
গত মঙ্গলবার সকালে নয়নবাড়ি গ্রামের খালু সোহাগ মিয়ার বাড়িতে বেড়াতে যায় শিশু নাফিজ। দুপুরে সোহাগ মিয়ার ছোট ভাইয়ের স্ত্রী শরিফা আক্তার নাফিজকে পিঠা খাবার দিয়ে শাবল দিয়ে মাথায় ও মুখে উপর্যুপরী আঘাত করে। এ সময় তার দেবর সোহাগ মিয়ার ছেলে জিহাদ দেখে ফেললে তাকেও শাবল দিয়ে মাথায় একাধিক আঘাত করে।
শাবলের উপর্যুপরী আঘাতে গুরুতর আহত দুই শিশুর মধ্যে আব্দুল্লা আল নাফিজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারতবস্থায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মারাগেছে।
এ ঘটনায় নাফিজের খালু সোহাগ মিয়া বাদী হয়ে তার ছোট ভাই স্বপনের স্ত্রী শরিফা আক্তারকে আসামি করে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নিষ্ঠুর চাচি শরিফা আক্তার (৩৬) কে পুলিশ গ্রেফতার করেন। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সোহাগ মিয়া জানায়, জিহাদের চিৎকারে শুনে গিয়ে দেখতে পায় শরিফার ঘরের বারান্দায় রক্তাক্তবস্থায় জিহাদ পরে আছে। ঘরের ভিতরে একটি সুকেশের পাশে নাফিজও রক্তাক্ত অবস্থায় পরে আছে। কেন অবুঝ শিশুদের নির্মম বাবে মারলেন, তা বুঝতে পারছেনা। সে তার খুনি ভাবির ফাঁসি দাবী করেন।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ জানায়, গুরুতর আহত দুই শিশুর মধ্যে নাফিজ ঢাকার হাসপতালে চিকিৎসারত অবস্থায় রাতে মারাগেছে, আরেক শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। গ্রেফতারকৃত শরিফা আক্তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে,তাকে গতকাল আদালতে প্রেরন করা হয়েছে।