সরকারি ও বেসরকারি ভাবে ভাঙন ঠেকাতে অস্থায়ী ভাবে বিভিন্ন ব্যবস্থা গ্রহন করেও ঠেকাতে পারছে না গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তার ভাঙন। অবিরাম বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় গত এক মাস ধরে তিস্তায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে উপজেলার হরিপুর ইউনিয়নের পাড়া সাদুয়া, চরমাদারীপাড়া, মাদারীপাড়া, কানিচরিতাবাড়ী, লখিয়ারপাড়া সহ শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের বিভিন্ন চরে তীব্র আকারে ভাঙন শুরু হয়েছে। এক মাসের ব্যাবধানে কমপক্ষে ৫০০টি পরিবারের বসতবাড়ি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। পাশাপাশি উঠতি ফসলসহ ৫০০ হেক্টর জমি নদীতে তলিয়ে গেছে। হুমকির মুখে আরও ৫০০ পরিবার এবং ১ হাজার হেক্টার ফসলি জমি। গত মঙ্গলবার স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভাঙন এলাকা ঘুরে ফিরে দেখেন এবং হরিপুর ইউনিয়নের কারেন্ট বাজারে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী আবু রায়হান, হরিপুর ইউপি চেয়ারম্যান মোজাহারুল ইসলাম, কাপাশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিনসহ দলীয় নেতাকর্মীগণ।
উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর, কাপাসিয়া, শান্তিরাম ও কঞ্চিবাড়ি ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তানদী। প্রতিবছর বন্যার সময় গড়ে তিস্তার ভাঙনে কমপক্ষে ৬০০ হতে ১ হাজার পরিবার নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে। বাস্তুহারা অনেক পরিবার জেলার বাহিরে গিয়ে আবার অনেকে অন্য গ্রামে গিয়ে বসতবাড়ি গড়ে তুলছে।
তিস্তা পারের মানুষের দাবি, স্বাধীনতার পর আজ পর্যন্ত স্থায়ীভাবে তিস্তা নদী খনন, ড্রেজিং, সংস্কার, সংরক্ষণ করা হয়নি। শুধুমাত্র বন্যা আসলে অস্থায়ীভাবে জিও ব্যাগ ও জিও টিউব ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। উজান থেকে নেমে আসা ঢলে পলি জমে নদীর গতিপথ পরিবর্তন হয়ে অসংখ্য শাখা ও নালায় পরিনত হয়েছে। সে কারণে ভাঙনের তীব্রতা দিন দিন বেডেই চলছে।
উপজেলার তারাপুর ইউনিয়নের চৈতন্য বাজার গ্রামের রেজাউল ইসলাম জানান, আজ থেকে ৪০ বছর আগে তার পিতা নদী ভাঙনের শিকার হয়ে এই গ্রামে এসে বসবাস শুরু করে। বর্তমানে চর এলাকায় তার বাপ দাদার ২৫ বিঘা জমি রয়েছে। প্রতিবছর বন্যা আসলে ওইসব চরের জমি নদীগর্ভে বিলিন হয়ে যা। তার দাবি স্থায়ীভাবে নদী খনন এবং ড্রেজিং করলে শাখা ও নালা নদী সমুহ বন্ধ হয়ে যাবে। পাশাপাশি জেগে উঠা জমি আর কখনো ভাঙবে না।
কাপাশিয়া ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, উপজেলায় ১৬টি ইউনিয়ন ছিল। তিস্তার ভাঙনে উপজেলার ভূ-খন্ড হতে একটি ইউনিয়ন বিলুপ্ত হয়ে গেছে আজ থেকে ৩৫ বছর আগে। বর্তমানে ১৫টি ইউনিয়ন রয়েছে। তিনি বলেন, নদী ভাঙনের কষ্ট সেই জানে, নদীগর্ভে বিলিন হয়েছে যার বসতবাড়ি। রফিকুল ইসলাম বলেন, তার বয়স এখন ৫০ বছর। এ পর্যন্ত তার বসতবাড়ি ১২ বার ভাঙনের শিকার হয়েছে।
উপজেলার হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোজাহারুল ইসলাম জানান, গত এক মাসের ব্যাবধানে কমপক্ষে ৩০০টি পরিবারের বসতবাড়ি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। পাশাপাশি উঠতি ফসলসহ ৫০০ হেক্টর জমি নদীতে তলিয়ে গেছে। হুমকির মুখে ২০০ পরিবার এবং ১ হাজার হেক্টার ফসলি জমি। ২০২১ সালের ভাঙন গত বিশ বছরের ভাঙনকে হার মানিয়েছে। তার দাবি হরিপুর ইউনিয়নসহ ৮টি ইউনিয়নে গত বছর এক হাজারটি পরিবার, দেড় হাজার হেক্টর জমি, ৫০ কিলোমিটার রাস্তা, ১২টি কালভ্যাট, ৭টি ব্রিজ, ১টি কমিউনিটি ক্লিনিক, ২টি স্কুল ও ৩টি মসজিদ নদীগর্ভে বিলিন হয়ে গেছে। বর্তমানে তার ইউনিয়নের কারেন্ট বাজার, পাড়াসাদুয়া, চরমাদারী পাড়া এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। তিনি বলেন তিস্তার চরাঞ্চল এখন কৃষিতে সম্ভাবনাময় অঞ্চল। চরাঞ্চলের আবাদি জমি এবং চরবাসি রক্ষা করতে হলে স্থায়ীভাবে নদী খনন, ড্রেজিং, সংরক্ষণ, শাসন করতে হবে। তা না হলে ভাঙনের হাত থেকে চরবাসিকে রক্ষা করা যাবে না।
উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ জানান, উপজেলার ৮টি ইউনিয়নের উপর দিয়ে তিস্তানদী প্রবাহিত। প্রতিবছর বন্যার সময় নদীভাঙনে অনেক পরিবার নদীগবেভ বিলিন হচ্ছে। পাশাপাশি আবাদি জমি, রাস্তাঘাট ভাঙনের শিকার হয়। নদী ভরে গিয়ে অসংখ্য শাখানদী এবং নালায় পরিনত হয়েছে। সে কারণে গোটা বছর নদী ভাঙন অব্যাহত রয়েছে। নদী খনন করে গতিপথ পরিবর্তন করে দিলে ভাঙনের প্রকোপ অনেকটা কমে আসবে। উপজেলা পরিষদ ভবনটিও তিস্তার শাখা নদীর ধারে অবস্থিত। তিনি বলেন উপজেলা পরিষদটি রক্ষায় ৫০০ মিটার লম্বা একটি বাঁধ নির্মাণের মেঘা প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী আবু রায়হান জানান, তিস্তায় প্রতিবছর কমবেশি বেশ কিছু সংখ্যক পরিবার বাস্তুহারা হচ্ছে। নদী খনন, ড্রেজিং,শাসন ও সংরক্ষণ করা বড় প্রকল্পের প্রয়োজন। সে ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ একান্ত প্রয়োজন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, ভাঙ্গন কবলিত পরিবার গুলোর তালিকা প্রস্তুত করা হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। সহযোগিতা তারা নিশ্চয় পাবেন।
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জানান, তিস্তার ভাঙন নিয়ে জাতীয় সংসদে বেশ কয়েক বার জনগুরুত্বপুর্ণ নোটিশ দিয়ে কথা বলেছি। পানি সস্পদ মন্ত্রীকে মহোদয়কে কয়েক বার ভাঙন কবলিত এলাকায় নিয়ে গিয়েছিলাম। গত বছর প্রায় ৫ কোটি টাকার জিও টিউব ও জিও ব্যাগ ভাঙন কবলিত এলাকায় ফেলা হয়েছে। তিস্তা রক্ষায় সরকারের ৪০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটির কাজ শুরু হলে হয়তো কিছুটা ভাঙন রোধ করা সম্ভব হবে।