কুড়িগ্রামের নাগেশ্বরীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসন স্কুল এ- কলেজের সভাপতি ফারজানা জাহানের শুভাগমন উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন স্কুল এ- কলেজের আয়োজনে বুধবার বেলা ১১টায় স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। স্কুলের প্রধান শিক্ষক ওমর ফারুকের সঞ্চালণায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা ও স্কুলের সভাপতি ফারজানা জাহান, বিশেষ অতিথি স্কুল পরিচালনা পর্ষদের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী খাইরুল আলম, আওয়ামী লীগ নেতা শফিকুল বারী জিন্নাহ, প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান, অ্যাকাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মণ, আইডিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামসহ অন্যরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।