বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলা এবং বিএনপি-জামাত অপশক্তির সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ।
বুধবার দুপুর স্থানীয় নোমানী ময়দান থেকে মাগুরা জেলা আওয়ামী লীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল বের হয়। মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জামরুলতলায় অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ নেয়। এর আগে নোমানী ময়দানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।