জ্বালানী তেল, সার, পরিবহন ভাড়াসহ নিত্যপন্যের দাম কমানোর দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে মাগুরায় বাম গণতান্ত্রিক জোট মানববন্ধন পালন করেছে।
মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বাম গণতান্ত্রিক জোট। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন জোটের আহ্বায়ক অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, সদস্য সচিব প্রকৌশলী সম্পা বসু, সদস্য নিখিল চন্দ্র প্রমূখ।
বক্তারা সরকারের নানা ব্যর্থতা ও অব্যবস্থাপনা তুলে ধরে অভিলন্বে জ্বালানী তেল, সার, পরিবহন ভাড়া ও নিত্যপন্যের দাম কমানোর আহবান করেন।