নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জাতীর জনক বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকীর বসুরহাট পৌরমিলনায়তনে আয়োজিত শোক সভায় যাওয়ার পথে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন নেতাকর্মী আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টায় উপজেলার চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন সোহাগের নেতৃত্বে ১নং ওয়ার্ড হাজারী বাসা এলাকা থেকে একটি মিছিল নিয়ে বসুরহাট কলেজ রোডে উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিনের বাসার সামনে আসে। অপরদিকে চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হুদার অনুসারীরা ৩নং ওয়ার্ড শান্তিরহাট এলাকা থেকে মিছিল নিয়ে কলেজ গেইটে আসলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন নেতাকর্মী আহত হয়। আহতরা হলেন- আলা উদ্দিন (২১), আবদুল মান্নান (২৬), এরফান হোসেন ডলার (৩০) ওমর ইবনে ফারুক রুবেল (৩৯), আবুল কালাম (৪৫), চরহাজারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাসান আলী রাজু (৩৭) ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম রাজুসহ (২২) ২০ জন।
এ ব্যাপারে চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন সোহাগ জানান, আমরা ১নং ওয়ার্ড থেকে একটি মিছিল নিয়ে বসুরহাট পৌর মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের শোক সভায় আসছিলাম। এ সময় বসুরহাট কলেজ গেইটে উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিন মিয়ার বাসার সামনে আমাদের ওপরে ইউনিয়ন যুবলীগের সভাপতি রুম্মন চৌধুরী, চরহাজারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম রাজু, সোহান ও শিপনের নেতৃত্বে একদল সন্ত্রাসী হাতুড়ি, লোহার শিকড় ও রড দিয়ে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় আলা উদ্দিন, আবদুল মান্নান, এফরান হোসেন ও রুবেলসহ ১০জন আহত হয়। আহতদেরকে কোম্পানীগঞ্জ সিটি হাসপাতালসহ অন্যান্য ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অপরদিকে চরহাজারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হুদার মোবাইলে বার বার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
হুদার অনুসারী চরহাজারী ইউনিয়ন যুবলীগের সভাপতি রুম্মন চৌধুরী হামলার ঘটনা অস্বীকার করে জানান, আমরা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড থেকে মিছিল নিয়ে আসছিলাম। এ সময় উপজেলা চেয়ারম্যানের বাসার সামনে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি লেগে যায়। আমি উভয় পক্ষকে দুদিকে সরিয়ে দিয়ে বসুরহাট পৌর মিলনায়তনে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক সভায় চলে যাই। এরপর কি হয়েছে আমার জানা নাই। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা যায়।
চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন সোহাগ ও সাবেক চেয়ারম্যান নুরুল হুদা বসুরহাট পৌরসভার আবদুল কাদের মির্জা অনুসারী।
এঘটনার জের ধরে বিকেল ৪টায় চরহাজারী ইউনিয়ন যুবলীগ নেতা ঝন্টু হাজারীকে কুপিয়ে গরুত্বর আহত করে সাবেক চেয়ারম্যান নুরুল হুদার অনুসারীরা। আশংকাজনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি সাদেকুর রহমান জানান, আ.লীগের নিজেদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।
ওদিকে- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় ক্ষমতাসীন আ.লীগের বিবদমান দু’পক্ষের আলাদা আলাদা শোকসভা পালন করা হয়।
বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে পৌর মিলনায়তনে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজসহ নানান কর্মসূচীর মাধ্যমে শোক দিবস পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলার আ.লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সেক্রেটারী ইউনুছ, পৌরসভার সভাপতি জামাল উদ্দিন, সাম্পাদক আবুল খায়ের প্রমুখ।
অপরদিকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ৩ ভাগ্নে ও কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের উদ্যোগে বসুরহাট ডাকবাংলো শহীদ বীর উত্তম নুরুল হক অডিটোরিয়ামে সকাল থেকে দিন ব্যাপী নানান কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সেতুমন্ত্রীর ৩ভাগ্নে কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের মূখপাত্র মাহবুব রশিদ মঞ্জু, ফখরুল ইসলাম রাহাত, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন, কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।