বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী অফিসার শামছুন নাহারের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ আসনের এমপি মামুনুর রশিদ কিরণ, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পরিষদ প্রশাসক ডাঃ এবিএম জাফর উল্যা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহনাজ বেগম, ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, আবেদা সুলতানা উর্মি, বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি, উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা আওমীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড. আক্তারুজ্জামান আনসারী, বিনয়ী কিশোর রায় প্রমুখ। পরে অনেকের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।