কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে স্থানীয় সাংসদ সেলিমা আহমাদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, হোমনা সার্কেল, থানা ও আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পণ শেষে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সেলিমা আহমাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মনের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন কবির খন্দকার, ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম ও যুবলীগ সভাপতি খন্দকার নজরুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সরকার, ছাক্রলীগ সভাপতি ফয়সাল সরকার প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং বেকার যুবক যুব মহিলাদের মাঝে যুবঋণ বিতরণ করা হয়।