দিনাজপুরের বীরগঞ্জের জাতীয় উদ্যান সিংড়া শালবন হতে অজ্ঞাত পুরুষের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে জাতীয় উদ্যান সিংড়া শালবনের প্রবেশ দ্বারের সড়কের পাশে জঙ্গল হতে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
জাতীয় উদ্যান সিংড়া শালবন প্রহরী মোঃ ফারুক হোসেন জানান, সকালে শালবনের সড়ক দিয়ে চলাচলের সময় পথচারীরা তীব্র দুর্গন্ধ অনুভব করে। পরে তারা বিষয়টি বনের আশে-পাশে বসবাসকারীদের জানান। বসবাসকারী লোকজন দুর্গন্ধের সুত্র খুঁজতে দিয়ে ঘটনাস্থলে একটি অর্ধ গলিত অজ্ঞাত পুরুষের মরদেহ দেখতে পায়। পরে বিষয় বন বিভাগের পক্ষে বীরগঞ্জ থানাকে অবহিত করা হয়।
সংবাদ পেয়ে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ সুমন এবং বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মরদেহটি অর্ধ গলিত এবং একজন পুরুষ মানুষের। মরদেহের পরিচয় এবং শরীরের কোন জঘমের চিহৃ পাওয়া যায়নি। পুলিশ মরদেহের পরিচয় ও মৃতু্যৃর প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করে যাচ্ছে।