কুষ্টিয়ার কৃতী সন্তান জনাব মোঃ বশির আহম্মেদ ওয়েস্টার্ন ইন্জিনিয়ারিং প্রাঃ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের পক্ষে থেকে গত ১৩ই আগস্ট রোজ শনিবার নিউইয়র্কের খলিল চাইনিজে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতি মোঃ আসাদুজ্জামানের সভাপত্বিতে সাধারন সম্পাদক আশরাফুল আলমের পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।উক্ত অনুষ্ঠানে জনাব বশির আহম্মেদকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান, সাধারন সম্পাদক আশরাফুল আলম, ট্রাষ্টীবোর্ডের সদস্য মোঃ মাসুদুল ইসলাম লিপু, মোহাম্মদ হাফিজুর রহমান, মোঃ হালিম চৌধুরী, সহ সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান, জাহাঙ্গীর আহম্মেদ জুয়েল, বশির আহম্মদের সহধর্মিনী নার্গিস আহমেদ, লাবনী, সাইদ ইসলাম বাবু সহ অন্যান্য সদস্য বৃন্দ। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জনাব বশির আহম্মেদ বলেন এই প্রবাসের বুকে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক যেভাবে কাজ করে চলছে প্রশংসনীয়, উনাকে নিউইয়র্কে মাঝে মাঝে আসতে হয় উনি আগামী বছর বনভোজনে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সমিতির ভবন কেনা সহ সকল প্রকার কাজে উনি আমাদের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া উনি বলেন দান করলে কখনো কমে না, দেখা যায় দান করে বাসায় ফেরার আগেই সেটার লাভ অন্যদিক থেকে চলে আসে। সমিতির অন্যান্য সদস্য তার সমাজসেবামুলক কাজের জন্য ভূয়ষী প্রশংসা করেন। পরিশেষে সমিতির সভাপতি তার বক্তব্যে জনাব বশির আহম্মদের সমাজসেবামুলক কাজ অব্যাহত থাকা সহ তার দীর্ঘায়ু কামনা করে সবাইকে রাতের নৈশভোজে আমন্ত্রণ করে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষনা করেন।