সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকীতে বিনম্্র শ্রদ্ধা জানিয়ে দিবসটি পালন করেছে রাজিবপুর বাসী।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য চর রাজিবপুর ্ উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ ,উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রেসক্লাব বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিল।
জাতীর জনকের মুরালে পুষ্পমাল্য অর্পন, শোক র্যালী,আলোচনা সভা, মিলাদ মাহফিল,কুরআন খতম ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।
সকাল ৮ টায় শোক র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্ত্তী,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই সরকার, আওয়ামী সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শফিউল আলম,রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাহারুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি কুদ্দুস বিশ্বাস প্রমুখ।