জাতীয় শোক দিবসে মাগুরায় জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় নোমানী ময়দানের শহীদ স্মৃতি স্তম্ভে বঙ্গ বন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্ছলীর মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম এবং পুলিশ সুপার মুহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে শহরে শোক র্যালী বের হয়। অন্যদিকে জেলা আওয়ামী লীগের ব্যানারে শোক
র্যালীতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শ্রী বীরেন সিকদার, সভাপতি আবদুল ফাত্তাহ ও সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডুসহ কয়েকশত নেতাকর্মী অংশ নেয়।
পরে নোমানী ময়দানে বঙ্গ বন্ধুর বর্নাঢ্য জীবনি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।