যশোরের কেশবপুরে শনিবার সকালে যশোর-চুকনগর সড়কের মধ্যকুল এলাকায় সড়ক দুর্ঘটনায় ৫ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যকুল গুটলেতলা এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে পাশ্ববর্তী মণিরামপুর উপজেলার মুজগুন্নি গ্রামের ভ্যানচালক আবদুল বারিক (৬০), একই মোটরসাইকেলে থাকা চার আরোহী সাতক্ষীরার তালা উপজেলার শিরাশনি গ্রামের হামিদুল ইসলাম (৩৫), মহসিন আলী (৪০), আজিজুল ইসলাম (৪৫) ও ইদ্রিস আলী (৪৫) মারাত্মক আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগার পাশাপাশি রক্তাক্ত জখম হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার জাহিদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক আবদুল বারিকের ডান পায়ের নিচে ভেঙ্গে গেছে এবং ক্ষত রয়েছে। তার ওই পায়ে অপারেশন করা লাগবে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হয়েছে।