জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক। এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য নুর ইসলাম, ইউপি সদস্য মকসেদ আলী, অ¤্রবাড়ী অদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল আলম, খয়েরবাড়ী দাখিল মাদ্রাসার সুপারেন্টেন্ট এমামুল ইসলাম, খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক গোষ্ট মোহোন চৌধুরী ও ইউপি সচিব মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় ১২ জন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১৭ জন শিশু-কিশোর-কিশোরী অংশ নেয়। শেষে দুপুর একটায় বিজয়ী শিশু-কিশোর-কিশোরীদের মাঝে পুরস্কার তুলে দেন ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক। এ সময় বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজনসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।