বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের তিতাহাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মহিন স্টোরে কে বা কারা আগুন লাগিয়ে দেয়।
জানাযায়, স্কুলের পাশেই পানাউল্যা জমাদার বাড়ীর তবারক উল্যার ছেলে মহিন উদ্দিন নতুন বাড়ীতে বসতঘর নির্মাণ করে পাশেই মুদি দোকান দেয়। শুক্রবার সে শশুর বাড়ীতে বেড়াতে যায়। এই সুযোগে পূর্ব পরিকল্পিত ভাবে শনিবার রাত ২ টার পর এলাকার মানুষ তার ঘরে ও দোকানে আগুন জ¦লতে দেখে চিৎকার দেয়। আশেপাশের লোকজন এসে আগুণ নিভানোর চেষ্টা করে। পরে চৌমুহনি ফায়ার সার্ভিসের কর্মিরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে সব পুড়ে ছাঁই হয়ে যায়। ধারনা করে হচ্ছে প্রায় ২০ লক্ষ টাকার অধিক ক্ষয়-ক্ষতি হয়েছে। এ বিষয়ে মহিন উদ্দিন দাবি করে বলেন আগুন লাগানোর ফেছনে তার চাচা, নুর নবী, এমাম হোসেন, জসিম উদ্দিন, চাচী পরাণ, জড়িত রয়েছে। তিনি জানান তার চাচারা বহুবার হুমকি ধুমকি দিয়েছে এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যেতে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ওসি মির জাহিদুল হক রনি জানান অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।